এ বি এন এ : জাতিসংঘ সফর থেকে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণঅভ্যর্থনা’ দেওয়ার কর্মসূচি থেকে যুবলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে বলাকা ভবনের কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানান বিমানবন্দর থানার ওসি নুর ই আজম। আটক সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক। আগ্নেয়াস্ত্রটি তার লাইসেন্স করা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ৭টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামবেন। এরপর সড়ক পথে তিনি গণভবনে যাবেন। এই পুরো পথে দাঁড়িয়ে তাকে গণঅভ্যর্থনা দেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ওসি আজম বলেন, “অস্ত্রটির লাইসেন্স রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো প্রোগামে কেউ আগ্নেয়াস্ত্র আনতে পারেন না বলেই তাকে আটক করা হয়েছে।”