এবিএনএ : প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানী থেকে সাত বিদেশি নাগরিকসহ আট ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের ভাষ্য, আটক হওয়া ব্যক্তিরা মোবাইল ও এসএমএসের মাধ্যমে সাধারণ লোকজনকে লটারি জেতার প্রলোভন দেখাতেন। প্রতারণার মাধ্যমে তাঁরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করতেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র্যাব। আটক ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে র্যাব।