লাইফ স্টাইল

প্রতারক প্রেমিক, প্রেমিকাদের ‘গায়ে কাঁপুনি ধরানো’ প্রতিশোধ

এ বি এন এ : এক মেয়ের প্রেমিক তার সঙ্গে প্রতারণা করেছেন। প্রতিশোধ নিতে প্রেমিকা যা করেছেন তা আপনার মনে কাঁপুনি ধরিয়ে দেবে। এ ঘটনার কথা তিনি আইটিভি’র ‘দিস মর্নিং’ অনুষ্ঠানে জানান দিয়েছেন।

ওই অনুষ্ঠানে আবি নামের মেয়েটি জানান, একবার বাথটাবে তিনি গোসল করার পর একই পানিতে তার প্রেমিকও গোসল করেন। দাঁতও মেজে ওই পানি দিয়ে তিনি মুখও ধুয়েছেন। ছেলেটিকে তিনি জীবন দিয়ে ভালোবাসতেন। কিন্তু প্রেমিক তার এক নারী সহকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তাই প্রতিশোধ নিতে এক বাজে পরিকল্পনার দিকে এগিয়ে যান। প্রথমে আবি এমন ভাব করতেন যেন তিনি প্রতারণার বিষয়ে কিছুই জানেন না। একদিন বাথটাবে নিজে গোসল করেন। ওঠার আগে সেখানে মূত্রত্যাগ করেন। এরপর অবিশ্বস্ত প্রেমিককে সেখানে গোসলের আমন্ত্রণ জানান। ছেলেটি ওই পানিতেই গোসল করেন এবং দাঁত পর্যন্ত মেজেছেন। অনুষ্ঠানের সঞ্চালক হোলি এবং ফিলকে আবি বলেন, আমার মূত্র মিশ্রিত পানিতে প্রেমিক গোটা কাজটা সারেন। একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে প্রতারক প্রেমিকের ওপর এমন  প্রতিশোধ কথা প্রকাশ করেন তিনি।

লাইভ অনুষ্ঠানে টেলিফোনে কল করে স্টিফেন নামের আরেক নারী তার প্রতারক প্রেমিকের ওপর প্রতিশোধের কথা তুলে ধরেন। তিনি প্রেমিকের ব্যবহৃত চুলের কন্ডিশনারের বোতলে হেয়ার রিমোভার ক্রিম রেখে দিয়েছিলেন। স্টিফেন জানান, তার প্রেমিকের দারুণ চুল ছিল। এর যত্নও নিতেন। নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতেন। ঘটনার পর মাথা থেকে প্রচুর চুল খোয়া যায় তার। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে প্রতারণার ঘটনা এবং প্রতিশোধের বিষয়গুলো উঠে আসে ‘রেঞ্জ রোভার রিভেঞ্জ’-এর মাধ্যমে। লন্ডনের হ্যারোডসে একটি রেঞ্জ রোভার গাড়িতে এক নারী স্প্রে রংয়ে লিখে রেখেছিলেন ‘প্রতারক-এবার শেষ’। এসব ঘটনা টুইটারেও বেশ আলোড়ন তুলেছে। সব প্রতারক প্রেমিকের বিরুদ্ধেও এমন কোনো না কোনো প্রতিশোধ নিতে চান প্রেমিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button