এ বি এন এ : জাপান সফরে গিয়ে পার্ল হার্বারে হামলার প্রসঙ্গে কথা না তোলায় ওবামার সমালোচনা করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি হিরোশিমায় নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।
সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডন্ট প্রার্থী ট্রাম্প টুইটারে বলেন, ‘জাপান সফরে গিয়ে প্রেসিডেন্ট ওবামা কি পার্ল হার্বারের কথা উল্লেখ করেছিলেন? হাজার হাজার আমেরিকান মানুষ তখন প্রাণ হারিয়েছিলেন।’
জি-৭ সম্মেলনে যোগ দিতে জাপান গিয়ে একবারের জন্যও পার্ল হার্বারে হামলার কথা উল্লেখ করেননি ওবামা। হিরোশিমায় গিয়ে তিনি নিহতদের শ্রদ্ধা জানিয়ে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব বিনির্মাণের আহ্বান জানান। তবে এসময় তিনি পারমাণবিক বোমা ফেলার জন্য ক্ষমা চাওয়া থেকেও বিরত থাকেন। হিরোশিমা ও নাগাসাকিতে তখন দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ ঘাঁটি পার্ল হার্বারে হাঠাত হামলা চালিয়েছিল জাপান। এই ঘটনার পরই বিশ্ব যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র।
তবে ট্রম্পের এই বক্তব্যে এখনো কোন আনুষ্ঠনিক প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউজ।