এ বি এন এ : পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয়জন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেল কর্মকর্তা। বৃহস্পতিবার দেশটির মুলতান শহরে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।
উদ্ধার কর্মকর্তা কলিম উল্লাহ জানান, বৃহস্পতিবার ভোরে করাচি অভিমুখে যাত্রা করা ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়।
রেল কর্মকর্তা সাইমা বশির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীবাহী ট্রেনের প্রকৌশলীদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি মালবাহী ট্রেনের পেছনে ধাক্কা দেয়।আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।