এ বি এন এ : ঈদুল আযহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওই দিনের অফিস হবে ২৪ সেপ্টেম্বর শনিবার।
নির্বাহী আদেশের এই ছুটির ফলে ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সঙ্গে যোগ হলো আরো একদিন। রবিবার ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা হওয়ায় শুক্রবার, শনিবারসহ ঈদের ছুটি হচ্ছে ছয় দিন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ১১ ও ১৫ সেপ্টেম্বর এই ছুটি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এখন শুধু ১১ সেপ্টেম্বর ছুটি থাকবে। ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।