এবিএনএ : মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আগেই দেশে ফিরেছেন। আজ শনিবার নিউ জিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের অন্যান্য সদস্যরা দেশে ফিরেছেন। শনিবার বিকেলে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অন্যদিকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শেষে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দেশে ফিরে গেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও।
এবারের নিউ জিল্যান্ড সফরটি বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের প্রথম টেস্টে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে। যা ছিল নিউ জিল্যান্ড সফরে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয় এবং বিদেশের মাটিতে ৫০তম জয়। এরপর অবশ্য দ্বিতীয় টেস্টে ধরাশায়ী হয় টাইগাররা। ক্রাইস্টচার্চে বাংলাদেশকে ইনিংস ও ১১৭ রানে হার মানে। তাতেও অবশ্য প্রথমবারের মতো নিউ জিল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করার কৃতিত্ব দেখায় বাংলাদেশ।