এ বি এন এ : বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা যুক্তরাষ্ট্র শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের খাবার বাড়ির চাইনিজ রেস্টুরেন্টে এ সভা হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর-মেলা যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক প্রাক্তন ছাত্রনেতা এবং বিশিষ্ট সমাজসেবক ডা. মোহাম্মদ জিএইচ কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব দেওয়ান আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সংগঠনের প্রথম সভায় উপস্থিত ছিলেন বাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রাক্তন জিএম মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, কৃষিবিদ আশরাফুজ্জামান, মুজিব সংগঠক জাকির হোসেন বাচ্চু, অ্যাডভোকেট মোরশেদাজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের গুলশান, শোলাকিয়ায় হামলা, ফ্রান্সের নিস শহরসহ বিশ্বব্যাপী জঙ্গিহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদার সাথে পালন এবং সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা যুক্তরাষ্ট্র শাখার প্রথম আহ্বায়ক কমিটির সদস্যরা হচ্ছেন আহ্বায়ক : ডা. মোহাম্মদ জি এইচ কামাল ও সদস্য সচিব দেওয়ান আশরাফুল আলম।
সদস্যরা হলেন : ড. প্রদীপ রঞ্জন কর, গোলাম মোস্তফা খান মেরাজ, আশরাফুজ্জামান, খোরশিদ আনোয়ার বাবুল, ডা. অজয় কুমার ঘোষ, হেলাল মাহমুদ, আকতার হোসেন, মোর্শেদাজ্জামান এডভোকেট, হারুন অর রশিদ, সাইদুর রহমান বেন, জি এইচ আরজু, জাকির হোসেন বাচ্চু, প্রকৌশলি আশরাফুল হক, জাকির হোসেন হিরু ভূইয়া , এবিএম মিজানুল হক, রিনা আবেদীন, রাজু আহমেদ মোবারক, সোলাইমান আলী, গোলাম সারোয়ার হারুন, আলিফ আলম, ফরিদা আরভী, সবিতা দাস, বাবলী হক ও খসরুল আলম।
গত ৫ জুন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় উপদেষ্টা আসাদুজ্জামান জামিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুক্তরাষ্ট্রে সংগঠনের একটি শাখা গঠন করেন।
সভার শুরুতে ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সব গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনটি নিরাবতা পালন করা হয়।