এবিএনএ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখানে নিঃশব্দে কাঁদাও যায় না। কেননা কান্নার আওয়াজেও বিপদ ঘটতে পারে।
শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ৭৪-৭৫ থেকে গুমের রাজত্ব শুরু করে উল্লেখ করেরিজভী বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুম করে পুনরায় গুম-খুন-অপহরণে মেতে ওঠে। আজও বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ মেলেনি। গত কয়েক বছরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, বিএনপি নেতা সুমন, ছাত্রনেতা মুন্না, জাকিরসহ পাঁচ শতাধিক বিএনপি নেতা–কর্মীকে গুম করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজও তাদের কোনো হদিস নেই। তাদের পরিবারের স্বজনেরা এখনো চোখের জলে বুকভরা আশা নিয়ে তাদের প্রতীক্ষায় প্রহর গুনছেন।
তিনি বলেন, এখনো প্রতিদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিকা এক ভয়াবহ রূপ লাভ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নেতা বলেন, ‘নারায়ণগঞ্জের সাত খুন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য সুপ্রিম কোর্ট বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। একইভাবে ইলিয়াস আলীসহ গুম হওয়া শত শত বিএনপি নেতাকর্মীদের পরিবারের দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা এবং অবিলম্বে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা করি।’