এ বি এন এ : ক্যারিয়ারের শুরুতে ক্যাটরিনার সঙ্গে সালমানের সঙ্গে বেশ সদ্ভাব ছিল। অনেকে বলছিলেন প্রেম। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। সম্পর্কের এই জটিল বৃত্ত থেকে বেরিয়ে না কি নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ৷ বলিউডে আলোচনা হচ্ছে তাঁর নতুন প্রেমের ‘ফিতুর’ নিয়ে৷
পাত্র আর কেউ নন, ‘আশিকি’ বয় আদিত্য রায় কাপুর৷ ‘ফিতুর’এর পর থেকেই দু’জনে ঘনিষ্ঠ বন্ধু৷ ঘনিষ্ঠতা নাকি একটু বেশিই বেড়েছে সাম্প্রতিক ‘ড্রিম টিম কনসার্ট’এর সফরে৷ শোনা গিয়েছে, সারাক্ষণ জোড়ায় জোড়ায় ঘুরতে দেখা যাচ্ছে ক্যাট-আদিত্যকে৷
খবরের সত্যতা অবশ্যই তর্কসাপেক্ষ৷ তবে নিন্দুকদের মতে, যা রটে তা কিছু তো বটে৷ আর এই ‘বটে’ যদি সত্যি হয়, তাহলে বলিউড আরও এক রিয়েল লাইফ কাপল পেতেই পারে৷ তাতে রণবীর কাপুর বা সালমান খানের কী প্রতিক্রিয়া হবে, সে তো ভবিষ্যতই বলবে৷