এবিএনএ : ক্যাটরিনা কাইফের নতুন সম্পর্ক নিয়ে একের পর এক তৈরি হচ্ছে রহস্য। সম্প্রতি মালদ্বীপে শুটিং এর ফাঁকে ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গে সময় কাটাতে দেখা গেল এই বলিউড ডিভাকে।
নিজেদের সেলফি মণীশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে ফুরফুরে মেজাজে সাদা ট্যাঙ্ক টপ পরা ক্যাটরিনাকে দেখা যাচ্ছে। উল্টো দিকে মণীশের গায়ে রয়েছে স্পোর্টস ক্যাজুয়াল।
সূত্রের খবর, ছবির মত সুন্দর এই দ্বীপের দেশে মণীশের এবারই প্রথম ছুটি কাটাতে যাওয়া। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বলিউড সুন্দরী ক্যাটরিনাকে খুব কম দেখা যায় পার্টিতে। অবশ্য ইদানিং আদিত্য রায় কাপুরের সঙ্গেও ক্যাটরিনার নতুন সম্পর্কের কথাও শোনা যাচ্ছে। কোনটা ঠিক, সেটা এখনই সোজা অঙ্কে বোঝা মুশকিল।