এবিএনএ: অনেক দিন পর্দায় দেখা মেলেনি অভিনেত্রী মুমহাতিনা টয়ার। অবশেষে উপস্থাপক হয়ে ছোট পর্দায় দেখা দিলেন তিনি। তিনি জানান, দেড় বছরের বিরতি ভেঙে নতুন করে পা রেখেছেন বিনোদন জগতে।
ক’দিন আগে শেষ করেছেন রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং। অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এবং দীপ্ত টেলিভিশনে রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে। এর বিভিন্ন পর্বে টয়ার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় সব তারকারা।
টয়ার কথায়, অন্যান্য রিয়েলিটি শো থেকে ‘আর্ট অব প্লেটিং’ কিছুটা আলাদা। খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায়; তা নিয়ে এই শো, যাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এমন ভিন্ন ধরনের রিয়েলিটি শো উপস্থাপন করার অভিজ্ঞতাও অন্যরকম বলে স্বীকার করছেন ছোট পর্দার এ তারকা। এদিকে উপস্থাপনার পাশাপাশি অভিনয় নিয়েও ভাবা শুরু করেছেন টয়া।
তিনি জানান, বিয়ে, ঘর-সংসার সাজানো থেকে শুরু করে জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার জন্যই অভিনয়ে বিরতি নিতে হয়েছিল। এ সময়ে এসে তাঁর মনে হয়েছে, এবার কাজে মনোযোগ দেওয়া যেতে পারে। সে ভাবনা থেকেই উপস্থাপনার মধ্য দিয়ে বিরতি ভাঙা। অভিনয়ের মতো উপস্থাপনাও দারুণ উপভোগ করেছেন বলে টয়া জানান।
প্রসঙ্গত, টয়াকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এতে অভিনয় করে দর্শক মনোযোগও কেড়ে নিয়েছিলেন এ অভিনেত্রী।