এ বি এন এ : এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের এবার কৃষকের কাছে ভিড়তে দেয়া হবে না। কৃষকরা যাতে সরাসরি খাদ্য অধিদফতরের কর্মীদের কাছে ধান বিক্রিতে উদ্বুদ্ধ হয় সেজন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হবে।
এবার ৭ লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, কার্ডধারী কৃষকদের কাছ থেকেই এসব ধান কেনা হবে এবং দাম দেয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে।
৯২০ টাকা মণ দরে গত ৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান কেনার ঘোষণা রয়েছে। তবে বোরোর এই ভরা মৌসুমে কৃষকরা সরকারের কাছে নয়, ব্যবসায়ীদের কাছে কম টাকায় ৫০০ থেকে ৭০০টাকায় মণ ধান বিক্রি করছেন বলে বিভিন্ন জেলা থেকে খবর এসেছে।
সিরাজগঞ্জে ৪০০ টাকায় এক মণ ধান বিক্রির খবর পত্রিকায় এসেছে, যেখানে এক কেজি গরুর মাংস কিনতে এর চেয়ে বেশি গুণতে হচ্ছে। খাদ্যমন্ত্রী কামরুল গত ২৪ এপ্রিল সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার ঘোষণা দেয়ার পর সে সময়ও সংশয় প্রকাশ করেছিলেন কৃষকরা।