এ বি এন এ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে। রয়েছেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধানমণ্ডি ৩২ নম্বর। ছাত্রলীগ, প্রজন্ম লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী সমর্থক জোট, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসতে থাকেন। হাজারো মানুষের উপস্থিতির কারণে ধানমণ্ডি ৩২ নম্বর থেকে আসাদগেট পযর্ন্ত দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।