এ বি এন এ : শ্রমিক কর্মচারী পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করা বর্তমান সরকারের অঙ্গিকার। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশী-বিদেশী যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। তিনি বলেন, বেগম জিয়ার মন্ত্রী সভায় নিজামী একজন প্রভাবশালী সদস্য ছিলেন। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি দেয়া হলো অথচ বেগম জিয়া নিজামীর পক্ষে কোন কথা বলেননি। এ নিরবতা কি সম্মতির লক্ষণ কিনা জানি না।
মন্ত্রী আজ ঢাকায় মহান মে দিবস উপলক্ষে বিসিআইসি মিলনায়তনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিরীন আখতার এম পি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ কামালউদ্দিন, গার্মেন্টস শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম ও আদমজী জুট মিলস্ শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ আলাউদ্দিন। শাজাহান খান বলেন, জঙ্গী, সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতদিন পর্যন্ত জঙ্গিবাদীরা এ দেশ থেকে উৎখাত না হবে ততোদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে এবং চলমান শান্তি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে মন্ত্রী সকলের প্রতি আহবান জানান।