এবিএনএ : দীপাবলি উপলক্ষ্যে হোয়াইট হাউসে প্রদীপ জ্বালালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ওবামা লিখেছেন, ওবামা পরিবারের তরফে আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা। সকলে সুখে-শান্তিতে থাকুন। এই প্রথম ওভাল অফিসে প্রদীপ জ্বলল। আশা করি, পরবর্তী প্রেসিডেন্টও এই রীতি চালু রাখবেন।
ওবামা আরও বলেন, আমেরিকা ও বিশ্বের নানা প্রান্তে দীপাবলি পালিত হচ্ছে। হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ সকলেই আলোর উৎসবে মেতেছেন। প্রিয়জনের মঙ্গল কামনা করছেন। উৎসবের দিনে ভেদাভেদ ভুলে সকলে একত্রিত হন। এভাবেই সব দেশগুলিকে অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০০৯ সালে প্রথম হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠান আয়োজন করেছিলেন ওবামা।