এবিএনএ : দক্ষিণাঞ্চলের ১০ জেলায় ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি।
সোমবার বিকালে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্যসচিব আবদুর রহিম বক্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে খুলনা সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সভা হয়। ওই সভা থেকেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
আব্দুর রহিম বক্স দুদুন বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের তিন দফা দাবি সরকারের কাছে উপস্থাপনের মাধ্যমে সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে- প্রশাসনের পক্ষ থেকে এমন আশ্বাস পাওয়ার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, ৩ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি এ ধর্মঘটের ডাক দেয়। রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলার কথা ছিল। ৩ দফা দাবির মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার বিচার কাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করতে হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। ওই মামলায় ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।