এ বি এন এ : তুরস্কের দুটি পৃথক শহরে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২১৯ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
কয়েক ঘণ্টা বাদে এলাজিগ শহরে একটি পুলিশ স্টেশনে হামলা হয়। এখানে নিহত হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা। আহত হয়েছেন প্রায় ১৪৬ জন।
তুরস্কের নিরাপত্তা বাহিনীর দাবি, এ হামলা চালিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। তুরস্ক সরকার ও পিকেকের মধ্যের যুদ্ধবিরতি গত বছর শেষ হওয়ার পর দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিযোদ্ধারা বেশ কিছু বড় হামলা চালিয়েছেন।
টেলিভিশন ফুটেজ থেকে দেখা যায়, এলাজিগে বিধ্বস্ত পুলিশ স্টেশন থেকে ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে। বোমা এতই শক্তিশালী ছিল যে, তার বিস্ফোরণে ভবন গুঁড়িয়ে যায়, আশপাশে থাকা কয়েকটি গাড়ি ছিটকে যায় এবং ভবনসংলগ্ন কয়েকটি গাছও উপড়ে যায়।
গত সপ্তাহে দিয়ারবাকির এবং গিজিলতেপে বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হন।
১৫ জুলাই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে জাতীয় ঐক্য নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং হচ্ছে। তারপরও বোমার আতঙ্ক থেকে বের হতে পারেনি তুর্কিরা।
পিকেকে কুর্দিদের সশস্ত্র দল হলেও কুর্দিপন্থি আরেকটি দল এইচডিপি সক্রিয় রয়েছে। তবে তুরস্ক সরকার বলেছে, এইচডিপি নয়, পিকেকে এসব হামলা চালাচ্ছে। তা ছাড়া এইচডিপি দাবি করে, তারা বিধ্বংসী কোনো কাজে যুক্ত নয়।