এ বি এন এ : রাষ্ট্রপতি আবদুল হামিদ তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাতে তথ্য কমিশনের প্রতি আহবান জানিয়েছেন।
রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এ আহবান জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, তথ্য পাওয়া জনগণের মৌলিক অধিকার। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সরকারের কর্মকান্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতার জন্য তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র।
বৈঠকে তথ্য কমিশন তাদের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উপজেলা পর্যায়ে তথ্য কমিশন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে। পাশাপাশি এই আইন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বৈঠকে তারা রাষ্ট্রপতিকে আরো জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেবাসে ইতোমধ্যেই তথ্য অধিকার সম্পর্কে একটি অধ্যায় সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি তথ্য কমিশনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।