এবিএনএ : জেনেভায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৫তম এসেম্বলিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক ডা. ফ্লাভিয়া বাস্তারিও জেনেভাস্থ সম্মেলন কেন্দ্রে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক বাংলাদেশে বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মত বিনিময় করা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত এম পি এ সময় উপস্থিত ছিলেন। আলোচনাকালে ডা. ফ্লাভিয়া আগামী বছর অনুষ্ঠেয় ডব্লিউএইচও এর নির্বাচনে তাঁকে মহাপরিচালক পদে বাংলাদেশের সমর্থন দানের জন্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াকে অনুরোধ জানান।
এছাড়া ডেপুটি স্পিকার বৃহস্পতিবার জেনেভায় এসেম্বলিতে অংশগ্রহণকারী কানাডীয় ডেলিগেশনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
তিনি এ সময় কানাডীয় প্রতিনিধিদলকে বাংলাদেশে আইপিইউ এর পরবর্তী ১৩৬তম এসেম্বলি আয়োজনের সার্বিক প্রস্তুতি বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন। এছাড়া নারী নেতৃত্ব ও বৈশ্বিক নেতৃত্ব দানে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য আবুল কালাম আজাদ এম পি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। কানাডা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ গ্রুপের চেয়ারপার্সন এবং অন্যান্য সদস্যগণ আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের সদস্যগণ জেনেভায় চলমান ১৩৫তম এসেম্বলির জেনারেল ডিবেটসহ বিভিন্ন গ্রুপ ও কমিটির বৈঠকগুলোতে সক্রিয় অংশগ্রহণ করছেন। এদিকে ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশে আইপিইউ এর ১৩৬তম এসেম্বলি আয়োজনের বিষয়টি সামনে রেখে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চেীধুরীর নির্দেশনায় জেনেভায় চলমান ১৩৫তম এসেম্বলির ভেন্যুতে বাংলাদেশ ইনফর্মেশন স্ট্যান্ড স্থাপন করা হযেছে। এ ইনফর্মেশন স্ট্যান্ডে বাংলাদেশের চিরন্তন সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি, পর্যটনের নয়নাভিরাম ও দর্শনীয় স্থানসমূহ এবং জাতীয় সংসদের অনন্য স্থাপত্যশৈলীর উপস্থাপনা এসেম্বলিতে যোগদানকারী ডেলিগেটগণকে আকৃষ্ট করেছে। তারা বাংলাদেশে অনুষ্ঠেয় ১৩৬তম এসেম্বলিতে অংশগ্রহণ এবং বাংলাদেশ ভ্রমণে তাদের প্রবল আগ্রহ প্রকাশ করেছেন।