এ বি এন এ : গ্রুপ পর্বের দুই ম্যাচে গোলশূন্য ড্রয়ের তীব্র সমালোচনার মুখে ছিল ব্রাজিল ফুটবল দল। প্রথমবার স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে রিও অলিম্পিক ফুটবলে অংশ নিলেও গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছিল তাদের। কিন্তু গ্যাব্রিয়েল বারবোসার জোড়া গোল আর গ্যাব্রিয়েল জেসুস ও লুয়ানের একটি করে গোলে আজ ডেনমার্ককে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল।
ব্রাজিলের গ্রুপে দক্ষিণ আফ্রিকা-ইরাকের মধ্যে হওয়া অপর ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় এই গ্রুপ থেকে শেষ আটে উঠেছে ব্রাজিল ও ডেনমার্ক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলবে, আর ডেনমার্ক মুখোমুখি হবে নাইজেরিয়ার।
সালভাদরের ফন্তে নোভা অ্যারেনায় বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে গোল করতে না পারায় দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল নেইমারদের। তবে এদিন গ্যালারিতে ছিল স্বাগতিক দর্শকদের উল্লাস।
ম্যাচের ২৬ মিনিটে দর্শকদের সেই উল্লাসটা বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। বাঁ দিক থেকে ডগলাস সান্তোসের বাড়ানো বল তিনি ছয় গজ দূর থেকে জালে জড়িয়ে দেন (১-০)। বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। দারুণ এক হাফ ভলিতে বল জালে জড়িয়ে দেন ১৯ বছর বয়সি ফরোয়ার্ড।
বিরতির পর ৫০ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন লুয়ান। আর ৮০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন বারবোসা।