এ বি এন এ : হোয়াটসঅ্যাপের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এই ফিচারের কল্যাণে ব্যবহারকারীদের মধ্য এই বিশ্বাস বদ্ধমূল হয়েছে যে, তাদের কথা চালাচালিতে প্রবেশ করতে পারবে না কেউ-ই। সরকার বা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তো নয়ই; খোদ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও না।
এই বিশ্বাস কি আদৌ ঠিক? না, ঠিক নয়। কারণ এক নিরাপত্তা গবেষক হোয়াটসঅ্যাপের আইওএস প্ল্যাটফর্মে নতুন এক ত্রুটি খুঁজে পেয়েছেন, যা দেখিয়েছে ডিলিট করা মেসেজ চিরতরে মুছে যায় না হোয়াটসঅ্যাপ থেকে!
জনাথন জেডজিয়ারস্কি নামের ওই আইওএস গবেষক হোয়াটসঅ্যাপের সর্ব সাম্প্রতিক সংস্করণ থেকে নেয়া এক ডিস্ক ইমেজ গবেষণা করে আবিষ্কার করেছেন, একজন ব্যবহারকারী মেসেজ ডিলিট করে দেয়ার পরও তা চিরতরে নিঃচিহ্ন হয় না। ওই সব মেসেজে প্রবেশ করতে পারে হোয়াটসঅ্যাপ!