এ বি এন এ : কিছুদিন পর কেউ যদি বলে ফেসবুক থেকে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছি, এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ, ফেসবুক ও গুগলকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেওয়ার অনুমতি দেওয়া হতে পারে।
সম্প্রতি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এ প্রস্তাবে যুক্তরাজ্যে গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোকে দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ও সেখান থেকে ডিগ্রি দেওয়ার অনুমতি দেওয়ার কথা রয়েছে।
ওই প্রস্তাবটিকে বলা হচ্ছে ‘সাকসেস অ্যাজ আ নলেজ ইকোনমি’। এতে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার পাশাপাশি যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো করবে তাদের প্রতিবছর টিউশন ফি বাড়ানোর সুযোগ দেওয়ার কথাও রয়েছে।
অবশ্য ফেসবুক বা গুগলের মতো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের সুযোগ নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।