এবিএনএ : কিউবার অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে প্রথমবারের মত প্রতিক্রিয়া জানালেন যুক্তরাষ্ট্রের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় কিউবার রাজধানী হাভানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাস্ত্রো।
কাস্ত্রোর মৃত্যুর পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে ট্রাম্প লিখেছেন, ফিদেল কাস্ত্রো মারা গেছেন! তবে এ বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি মার্কিন এই ধনকুবের।
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট বারাক ওবামার পদক্ষেপের বিষয়ে নির্বাচনী প্রচারণায় হুমকি দিয়েছিলেন রিপাবলিকান দলীয় এই নেতা।