এবিএনএ : জেলা পরিষদ নির্বাচন পদ্ধতি সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ”সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে জাতীয় সংসদ নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের ইলেক্টোরাল ভোটে জেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে। ঘোষিত এ পদ্ধতি সংবিধানের মূলনীতির পরিপন্থি।”
রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে ২০দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থা কোনো কাজেই আসছে না। আমরা শুরু থেকেই বলে আসছি সম্পূর্ণ নখ-দন্তহীন এ নির্বাচন কমিশন সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে’।
‘এ অবস্থায় জেলা পরিষদ নির্বাচনে আমরা (বিএনপিসহ ২০ দলীয় জোট) অংশ নেবো কিনা- তা জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে’।
মির্জা ফখরুল বলেন, তিন দিন আগে যশোরে জমিয়তে উলামায়ে ইসলামের এক নেতাকে তুলে নিয়ে গেছে। ঝিনাইদহে ১১ জামায়াত নেতা নিখোঁজ রয়েছেন। এর কারণ একটাই দেশে আইনের কোনো শাসন নেই। আইন-শৃঙ্খলা বাহিনী যা খুশি তাই করছেন।