এ বি এন এ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিচার হয়েছে এবং হচ্ছে। ওই রায়েই যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের কথা বলা হয়েছে। এখন পর্যায়ক্রমে এই প্রক্রিয়া শুরু হবে। এখন শুধু সময়ের ব্যাপার।’
বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে দুই দিনব্যাপী সচিব পর্যায়ে বৈঠক বিষয়ে ব্রিফিংয়ের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণই জামায়াত-শিবিরকে প্রত্যাখ্যান করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুটি বড় অর্জন হলো- বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের ন্যায় সংগত বিচার সম্পন্ন করা। অনেক বাধা-বিপত্তির পরও এই দুটি বিচার সম্পন্ন হয়েছে। এটি বড় অর্জন।
মন্ত্রী আরো বলেন, ৪৫ বছর পর হলেও এ বিচার হচ্ছে। সমগ্র জাতি এ সরকারের প্রতি কৃতজ্ঞ।