এ বি এন এ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জঙ্গিদের বিচার আইনানুযায়ী হবে। কিন্তু সামাজিক প্রতিরোধের অংশ হিসেবে জঙ্গিদের জামিনে বাধা দিতে হবে। কোর্টে জঙ্গিদের জামিন চাওয়া প্রতিরোধ করতে হবে। এজন্য জঙ্গিদের পক্ষে কোনো ওকালতনামা আদালতে জমা দেবে না।’
শনিবার দুপুরে সুপ্রিমকোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সহকারী সমিতির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো আইএস নেই। আইএস নামে যেটা আছে তারা জামায়াতের প্রেতাত্মা। যুদ্ধাপরাধীদের বিচার যেন সরকার শেষ না করতে পারে সেজন্যই অপচেষ্টা চালানো হচ্ছে।
আনিসুল হক বলেন, যারা জঙ্গিদের সঙ্গে আছে তাদের সঙ্গে কোনো ঐক্য নেই। সরকার জঙ্গি নির্মূল করতে চায়। দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
আইনজীবী সহকারী সমতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, নুরুল ইসলাম সুজন এমপি, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জে এড আই খান পান্না, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, আইনজীবী সহকারী সমিতির প্রচার সম্পাদক মো. হুমায়ন কবির প্রমুখ।