এ বি এন এ : স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। দুপুরের ২৯ মিলিমিটার বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গে তীব্র সূর্য-তাপে পুড়তে থাকা রাজধানীর ইট-পাথর ও পথ-ঘাটও শীতল হয়ে উঠেছে। গরমে ওষ্ঠাগত প্রাণ ফিরে পেয়েছে স্বস্তি।


আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরো দু’এক দিন হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অথচ গত ৫ থেকে ১১ মে পর্যন্ত সাত দিনে ঢাকায় বৃষ্টি হয়েছিল মাত্র ১৩ মিলিমিটার।
ঝোড়ো হওয়াসহ এই বৃষ্টি ঢাকা ছাড়াও সব জায়গাতেই হয়েছে। তবে ২৪ ঘণ্টায় একেবারেই বৃষ্টি হয়নি পুরো খুলনা বিভাগে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অবশ্য ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।