এবিএনএ : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেন, এখন আর সেশনজট নেই, ২৩ বছরেই ছেলে-মেয়েরা মাস্টার্স শেষ করতে পারছে। এরপরেও ৩০ বছর পর্যন্ত সময় রয়েছে। তাদের জন্য যথেষ্ট সময় রয়ে গেছে। ৩০ বছর বয়সের পর আসলে আর কেউ যুবক থাকে না, প্রৌঢ় বা মধ্য বয়সী হয়ে যায়।
বুধবার জাতীয় সংসদে নুরুল ইসলাম ওমরের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা ক্ষেত্রে সেশনজট দূর করেছে। এখন আর কোনো সেশনজট নেই। ছাত্র-ছাত্রীরা সময়মতো পড়াশুনা করতে পারছে। তাই ৩০ বছরই যথেষ্ট, ৩০ বছরের বেশি হলে তখন বলতে হবে মধ্য বয়সীদের চাকরি দিতে হবে। আমাদের বয়স বাড়ানো ওই ধরনের কোনো পরিকল্পনা নেই।