এ বি এন এ : নগরীর কোতোয়ালি থানার শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটে গোয়েন্দা পুলিশের অভিযান চলছে। অভিযানে এখন পর্যন্ত ৭৫ হাজার নিবন্ধিত সিমসহ ৭ জনকে আটক করার খবর দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার সাড়ে ৪টা থেকে এ অভিযান শুরু হয়ে এখনও চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কীর্তিমান চাকমা।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে । আধ ঘন্টার অভিযানে ৭৫ হাজার সিমসহ ৭ জনকে আটক করা হয়েছে ।’
অভিযান শেষ হলে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।