এবিএনএ : বিদ্যা বালান। নতুন বছরের শুরুতেই তিনি পা রেখেছিলেন এই পৃথিবীতে। তাঁর প্রতিভার জোরে আজ তিনি সকলের পরিচিত এবং পছন্দের মুখ। ইতিমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে বলিউডে। তিনি কাজের জন্য যতটা ডেডিকেটেড, ব্যক্তিগত জীবনে তিনি ততোটাই ঘরোয়া।
এই মুহূর্তে তিনি ‘বেগমজান‘ এবং ‘তুমহারি সুলু’ এই দুটি ছবির কাজ করছেন। দুটি ছবিতেই আবারও বিদ্যার নতুন রূপে দেখা দেবেন।
তবে এরইমাঝে তাঁকে তাঁর পছন্দের অভিনেতার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি অকপটে জানান, সুযোগ পেলে রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে চান তিনি, কারণ অভিনেতা হিসেবে রণবীরকে যে তাঁর খুবই পছন্দ। বিদ্যার সকল ইচ্ছে পূর্ণ হোক, জন্মদিনে তার ভক্তদের পক্ষ থেকে তাঁর জন্য রইল শুভকামনা৷