এবিএনএ : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
শুক্রবার উভয়দল যৌথভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে। গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা সরকারের ‘গণবিরোধী সিদ্ধান্ত’ উল্লেখ করে এতে বলা হয়, ‘সরকার অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে সিপিবি ও বাসদ মঙ্গলবার ঢাকায় সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করবে।’
হরতাল প্রসঙ্গে বক্তব্য তুলে ধরতে শনিবার বেলা সাড়ে ১০টায় মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।