এ বি এন এ : গোটা বিশ্ব দ্রুতগতির ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করছে গুগল। এর আগে ভারতের রেলস্টেশনগুলোতে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দিয়েছে সার্চ ইঞ্জিনভিত্তিক প্রতিষ্ঠানটি। গত সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ভারতে গুগল কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত ‘গুগল স্টেশন’ নামের এই কার্যক্রমের ঘোষণা দেন। এই কার্যক্রমের আওতায় ক্যাফে, শপিং মল, বাসস্ট্যান্ডের মতো এলাকাগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেবে গুগল।
সেনগুপ্ত তাঁদের ওয়েবসাইটে আরও বেশি মানুষের কাছে কীভাবে সহজে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সবার কাছে মতামত কিংবা ধারণা দেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেন, সবার সহযোগিতা এবং বড় বড় প্রতিষ্ঠানের অংশীদারত্বে দ্রুতগতির ইন্টারনেট শিগগিরই সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।