এবিএনএ : গেমারদের জন্য বাজারে এসেছে অত্যাধুনিক গ্রাফিক্সকার্ড ডুয়াল-জিটিএক্স১০৭০-০৮জি। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ১৭৯৭ মেগাহার্জ ও মেমরি ক্লক ৮০০৮ মেগাহার্জ যা অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে দ্রুততর কর্মক্ষমতার নিশ্চয়তা দেয় বলে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে। শূন্য (০) ডেসিবলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গ ব্লেড এবং স্ট্রিক্স জিপিউ ফরটিফায়ার যা গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে। ওপেন জি এর ৪.৫ সমর্থিত, ৮ জিবি ডিডিআর৫ ভিডিও মেমরি সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটি ৭৬৮০x২১৬০ রেজ্যুলেশন প্রদান করতে পারে। এইচডিসিপি সাপোর্ট সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডে আরো রয়েছে একটি ডিভিডিআই আউটপুট, একটি এইচডিএমআই আউটপুট ও দু’টি ডিসপ্লে পোর্ট। গেমারদের চাহিদা অনুযায়ী এ গ্রাফিক্স কার্ডটি দুর্দান্ত ও দ্রুতগতির গেমিং পারফরম্যান্সের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড। এর মূল্য রাখা হয়েছে ৪৬,৬০০ টাকা।