এ বি এন এ : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানের হলি আর্টিজানে হামলার বিষয়টি উদঘাটন করতে পেরেছি। এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা সময়ের ব্যাপার মাত্র। সে কাজ অব্যাহত রয়েছে। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, কারা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে তার সূত্র পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।অচিরেই তাদের আইনের আওতায় আনতে পারব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১ জুলাই গুলশানে নজিরবিহীন সেই জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। পরদিন সশস্ত্র বাহিনীর কমান্ডো অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গি নিহত হয়।