এ বি এন এ : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় গত ১ জুলাই জঙ্গি হামলায় জড়িত সন্দেহে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ কথা জানান। তিনি বলেন, গতকাল রাত পৌনে নয়টার দিকে হাসনাতকে গুলশান থেকে ও তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই দুজনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে বিদেশিসহ ২০ জন নিহত হওয়ার পর থেকে হাসনাত করিম ও তাহমিদ হাসিব খান পুলিশের ‘নলেজে’ আছেন বলে গত মঙ্গলবার সাংবাদিকদের জানান পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।