এ বি এন এ : রিও অলিম্পিক গেমসের নারী ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ ফেবারিট দলগুলো। গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ আটের টিকিট পেয়েছে স্বাগতিক ব্রাজিল।
জয়রথ থেমেছে যুক্তরাষ্ট্রেরও। প্রথম দুই খেলায় জয় পাওয়া দলটি গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে। এই ড্র’র পরও যুক্তরাষ্ট্র ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন। শতভাগ জয়ের ধারা ধরে রেখে গ্রুপ পর্ব শেষ করেছে কানাডা। নিজেদের শেষ খেলায় ‘এফ’ দলটি ২-১ গোলে গোলে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। হারলেও নক-আউট পর্বের টিকিট পেতে সমস্যা হয়নি জার্মান নারীদের। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অপর দলগুলো হলো, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইডেন এবং চীন। শুক্রবার অনুষ্ঠিত হবে এই রাউন্ডের খেলা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশক’বারই ব্রাজিলের জয়ের সুযোগ তৈরী হয়েছিলো। এর মধ্যে খেলার শেষ দিকে স্বাগতিক দলটির দারুণ একটি প্রচেষ্টা আটকে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোক্সানে বার্কার। খেলাটিতে শুরু থেকে ছিলেন না ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা মারতা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ আটে ব্রাজিল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার সঙ্গে, যারা ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ খেলায় জিম্বাবুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
এদিকে, কলম্বিয়ার বিপক্ষে খেলায় প্রথমে পিছিয়ে পড়ে ফেবারিট যুক্তরাষ্ট্র। গোলরক্ষক হোপ সলোর ইনজুরির সুযোগ নিয়ে এগিয়ে যায় ‘জি’ গ্রুপের তলানিতে থাকা দলটি। এরপর খেলায় ঘুরে দাড়ায় যুক্তরাষ্ট্র। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে কোনো সমস্যা হয়নি তাদের। কোয়ার্টার ফাইনালে ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে স্বর্ণ জেতা যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে সুইডেনের সঙ্গে। কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচগুলোতে জার্মানি মুখোমুখি হবে চীনের সঙ্গে।