এবিএনএ : প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি না করে কুমিল্লা রাখার দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। এনিয়ে একুশে ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা পূবালী চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণ করে কমপক্ষে ৫০টি সংগঠন ও প্রতিষ্ঠানসহ কয়েক হাজার মানুষ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ সফিকুর রহমান, সাংবাদিক নীতিশ সাহা, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ও ডা. গোলাম মহিউদ্দিন দীপুসহ কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ নানান শ্রেণী পেশার মানুষ। সমাবেশে বিদ্রোহী সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
আন্দোলন থেকে কুমিল্লাবাসী প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলেন, কুমিল্লা বিভাগের নাম ময়নামতি না করে যেন কুমিল্লাই রাখা হয়। কুমিল্লাবাসীর এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।