এবিএনএ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা সদর সংলগ্ন এডভান্স সিএনজি পাম্পের সামনে রবিবার সকালে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
জানা যায়, রবিবার সকালে ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী সদর দক্ষিণ উপজেলার নলচর গ্রামের আবদুল লতিফের ছেলে সাইফুল ইসলাম ও একই উপজেলার কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন মারা যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারের অপর আহত ১ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে।