আন্তর্জাতিক
কাশ্মিরে জঙ্গি হামলায় ১৭ সেনা নিহত


এ বি এন এ : ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে এক সেনা ঘাটিতে জঙ্গি হামলায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলাকারী ৪ জঙ্গিও নিহত হয়েছে।
রবিবার ভোর চারটায় জঙ্গিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ধারণা করা হচ্ছে তার সকলেই সুইসাইড স্কোয়াডের সদস্য।
ভারত সরকারে একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, ‘এটি পাকিস্তানের পরিকল্পনার অংশ। তারা জম্মু কাশ্মিরে অস্থিরতা তৈরি করতে চায়।’
রবিবার বিকালে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজানাথ সিং। বিগত কয়েকবছরে হামলার ঘটনায় এবারই সর্বোচ্চ সংখ্যক সেনাসদস্য নিহত হয়েছে।