এবিএনএ : রাজধানীর কাওরান বাজারে সবজির আড়ত উচ্ছেদে মঙ্গলবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দাবি, নির্ধারিত ৩১ মার্চের মধ্যে সবজির আড়তগুলি মহাখালী কাঁচাবাজারে স্থানান্তর হওয়ার কথা। একারণেই নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সকালে সবজির আড়তগুলো উচ্ছেদ শুরু হয়।
উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পররপই ক্ষুব্ধ ব্যবসায়ীরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সামনের সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখে।
ব্যবসায়ীদের অভিযোগ, সবজির আড়ত উচ্ছেদের বিষয়ে কোনো নোটিশ দেয়া হয়নি। প্লটের মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে তারা ব্যবসা করছেন। একারণে তারা আড়ত সরিয়ে নেয়ার বিষয়টি জানেন না।
সকালে উত্তর সিটি করপোরেশনের দুইটি বুলডোজার দিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সিটি করপোরেশন অঞ্চল-৫ অফিসের সামনে একটি টিনশেডের আড়ত উচ্ছেদ করার পরপরই ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের তোপের মুখে বুলডোজার দুইটি সেখান থেকে সরে যায়।
রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। কাওরান বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।