এ বি এন এ : বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্রাক) কাছে পাওয়া করের ৪০৪ কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে। বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দেয়।
এর আগে হাইকোর্ট ব্র্যাককে জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে করের টাকা পরিশোধের দায় থেকে অব্যাহতি দেয়।
২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের দেয়া এই রায়ের বিরুদ্ধে পৃথক ১১টি আপিল করে কমিশনার অব ট্যাক্স, ঢাকা। এই আপিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাশেদ জাহাঙ্গীর শুভ্র।
শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে ব্রাককে করের অর্থ পরিশোধ করতে আদেশ দেয়।
১৯৯৩ -৯৪ করবর্ষ থেকে ২০১১-১২ করবর্ষ পর্যন্ত মোট ১১টি করবর্ষে ডেপুটি কমিশনার ট্যাক্স কর আদেশ প্রণয়ন করে ৪০৪ কোটি ২০ লাখ টাকার দাবিনামা জারি করে। ব্র্যাক কমিশনার অব ট্যাক্স (আপিল) ও ট্যাক্সের আপিলাত ট্রাইব্যুনালে মামলা করে। পরে আদালত সরকারের পক্ষে আদেশ দেয়।