এবিএনএ : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন। বলিউডকে অসংখ্য হিট সিনেমা উপহার দেওয়া প্রিয়াঙ্কা জিতেছেন জাতীয় পুরস্কারও। এরপর বলিউড ছেড়ে হলিউডে পা বাড়ান প্রিয়াঙ্কা। এখনেও অসাধারণ সফলতা পাওয়ায় সুাবাদে প্রিয়াঙ্কা এবার দাওয়াত পেলেন হোয়াইট হাউজে।
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্ট হিসেবে দুর্দান্ত অভিনয় করে জিতে নিয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড। প্রথম দক্ষিণ এশীয় অভিনয়শিল্পী হিসেবে এই পুরস্কার পেয়ে ইতিহাস গড়ার পর এবার হলিউডি সিনেমায় নাম লিখিয়েছেন।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো টিভি সিরিজ ‘বেওয়াচ’ বড় পর্দায় তৈরি হচ্ছে। সেখানেই অভিনেতা ডোয়েইন জনসন এবং জ্যাক এফ্রনের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এ সিনেমার সুবাদে ভিলেন চরিত্রে দেখা যাবে তাকে।
প্রকাশিত খবর অনুযায়ী , ধারাবাহিক সাফল্যে প্রিয়াঙ্কা চোপড়া হোয়াইট হাউজের এক ডিনার পার্টিতে দাওয়াত পেয়েছেন। হোয়াইট হাউজের বার্ষিক এ ডিনার পার্টি এপ্রিলের শেষের দিকে অনুষ্ঠিত হবে। আর তাই শিগগিরই প্রিয়াঙ্কা দেখা পেতে যাচ্ছেন বারাক ওবামার সঙ্গে। তবে আপাতত প্রিয়াঙ্কা কোয়ান্টিকোর শুটিং-এ ব্যস্ত। তাই তিনি ডিনারে যোগ দিতে পারবেন কি না সেবিষয়টি এখনও পরিস্কার নয়। এ অনুষ্ঠান প্রিয়াঙ্কা ছাড়া আরও উপস্থতি থাকবেন ব্র্যাডলি কুপার, লুসি লিউ, জেন ফন্ডা এবং গ্লাডিস নাইটসহ অনেক তারকা।
এদিকে, মেয়ের ঢাল হয়ে রণক্ষেত্রে নামলেন মা ৷ প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুকে টুইটারে একহাত নিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ৷ প্রিয়াঙ্কার আত্মহত্যা প্রচেষ্টা শীর্ষক খবরটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার জন্য প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুকে দায়ী করেছেন মা মধু চোপড়া। তার মেয়ে কখনোই আত্মহত্যা করার চেষ্টা করেননি বলে জানান তিনি। টুইটারে রীতিমতো অশ্রাব্য গালিগালাজ করে প্রকাশকে তুলাধোনা করেছেন তিনি ৷ নিজের কাণ্ড-কারখানার জন্য আগেও প্রকাশ শ্রীঘরে গিয়েছেন বলে জানান তিনি ৷ এমনকি তার বৃদ্ধ বাবা-মা এসে নাকি প্রিয়াঙ্কার পায়ে পড়ে সাহায্য চেয়েছিলেন৷ সেই শোধ তুলতেই নায়িকার নামে কুৎসা রটাচ্ছে প্রকাশ ৷