এ বি এন এ : সম্প্রতি সানি লিওন বেশ কয়েকটি বিষয়ে তাঁর নিজের মতামত জানিয়েছেন। সেই সব মতামত কিন্তু একেবারে হেলাফেলা করার মতো নয়। বরং, প্রায় সব ক্ষেত্রেই সানির যুক্তি অকাট্য বলে প্রমাণিত হয়েছে। কথা হচ্ছিল রিয়্যালিটি শো নিয়ে। সানি লিওনের কাছে জানতে চাওয়া হয়েছিল, হালফিলে রিয়্যালিটি শো-এর এত জনপ্রিয়তা কেন? সানিকে এ প্রশ্ন করার নেপথ্যে যুক্তিও রয়েছে। ‘‘বিগ বস’’-এর হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন সানি নিজে।
সানি বলেন, ‘‘আমরা বিভিন্ন রিয়্যালিটি শো দেখি কেন? কারণ আমাদের এগুলি দেখতে ভাল লাগে। আমাদের কাছে রিয়্যালিটি শো মজা লাগে। কেন?
অন্যের জীবনে কী হচ্ছে, সেটা জানার একটা ইচ্ছে আমাদের ভিতর কাজ করে। ওটা সবসময়েই ইন্টারেস্টিং। এ কারণেই রিয়্যালিটি শো-গুলির এই রমরমা।’’ সানি নিজেও একটি রিয়্যালিটি শো-এর সঞ্চালক।