,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের নেতৃত্বে বাংলাদেশ

এ বি এন এ : বাংলাদেশকে এশিয়াপ্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিন করা হয়। আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবে দেশটি।
মঙ্গলবার বিকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটি কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের এক ফোরামে Inteet of Opportunity in the Asia-Pacific শীর্ষক এক অনুষ্ঠানে বাংলাদেশকে এই দায়িত্ব দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, এসডিজির উদ্দেশ্যপূরণে সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, উদ্ভাবন, স্মার্ট সিটি’র মত লক্ষ্যসমূহ অর্জনে অন্তর্ভুক্তিমূলক ইন্টারনেট (ইনক্লুসিভ-ইন্টারেনট) খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ইউএন-এসকাপের সদস্যভূক্ত দেশগুলোকে এশিয়ান-প্যাাসিফিক ইনফরমেশন সুপারহাইওয়েতে যুক্ত করা অধিক যুক্তিযুক্ত ও ফলদায়ক হবে। এসময় সার্বজনীন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে ইন্টারনেট-সুবিধা বঞ্চিত জনগণকে ইন্টারনেট-সুবিধার আওতায় আনার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন ইউএন এসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল বারি।
উল্লেখ্য, এশিয়াপ্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ট্রান্স এশিয়ান রেললাইন বরাবর ফাইবার অপটিক কেবল দ্বারা সংযুক্ত করার মাধ্যমে স্বল্পমূল্যে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited