এ বি এন এ : সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমানের (৩০) হামলাকারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনিসুর রহমানকে দেখতে গিয়ে আজ শনিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আরও জানান, এএসআই আনিস সকালে টহল ডিউটিতে ছিলেন। কোনো মহল আগে থেকেই তার ওপর ক্ষিপ্ত ছিল। সে কারণেই আকস্মিক এ হামলা চালানো হয়। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে বংশালের নবাবপুরের ফুটপাতে ডিউটি করার সময় সকাল পৌনে ৯টার দিকে নবাবপুর পুলিশ ফাঁড়ির এএসআই আনিসুরের ওপর হামলা চালিয়ে তার মুখ ও গলার বাম পাশে ছুরিকাঘাত করা হয়।