এবিএনএ : উন্নয়ন প্রকল্প অনুমোদনে ক্ষমতা বাড়লো পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামালের। এখন থেকে ৫০ কোটি টাকা পযন্ত উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের পরিবর্তে তিনিই নিজ ক্ষমতাবলে অনুমোদন দিতে পারবেন। এর আগে ২৫ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন প্রকল্প অনুমোদনে দিতে পারতেন পরিকল্পনা মন্ত্রী।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২০০৮ সালে ‘সরকার খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন’ প্রণীত নীতিমালার সংশোধন এনে নতুন নীতির খসড়া প্রস্তাবনা আজ অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল ৫০ কোটি টাকার প্রকল্প নিজ ক্ষমতাবলে অনুমোদন দিতে পারবেন। এর আগে তিনি ২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারতেন।
৫০ কোটি টাকার বেশি হলে তা একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাতিত্বে একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হবে।
এ বিষয়ে এনইসি বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, দেশের অর্থনীতি বড় হয়েছে। গত কয়েক বছরের মধ্যে মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে। উন্নয়ন কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে । এ কারণে ছোট ছোট প্রকল্পগুলো একনেকে অনুমোদনের জন্য না দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে একনেক কমিটির কাজও কমে আসবে, প্রকল্প বাস্তবায়নের গতিও তৈরি হবে।
এ সিদ্ধান্তের ফলে এডিপি বাস্তবায়নের গতি বেড়ে যাবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী।