এ বি এন এ : নির্বাচন কমিশন জেগেও ঘুমিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে তামাশা হচ্ছে। আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আমরা জানতাম এই ইসি ও সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হবে না। তবু গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে এসেছি। স্থানীয় প্রশাসন যেমন সরকার দলকে সহযোগীতা করছে, তেমনি ইসিও সরকারকে সহযোগীতা করছে।