এ বি এন এ : বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ঘোষণাকে এই প্রকল্প থেকে সরকারের সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আশা করছি শনিবার সংবাদ সম্মেলনে রামপাল থেকে সরে আসার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বিকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘রামপাল ইস্যুতে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন ডাকায় আমরা খুশি।’
দীর্ঘদিন ধরেই এই বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বামপন্থি ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। গত বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সংবাদ সম্মেলন করে এই বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানান। পরদিন মির্জা ফখরুল বলেন, সরকারের মনোভাব বুঝে এ বিষয়ে কর্মসূচি দেবেন তারা।
খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের দুইদিনের মাথায় রামপাল ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রীও। তবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কোন দিকটি নিয়ে তিনি কথা বলবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
তবে মির্জা ফখরুল আশা করছেন, এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে কোন বিদ্যুৎকেন্দ্র না করার ঘোষণা দেবেন।
ভারতীয় প্রতিষ্ঠান এনটিসিপিসির সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাগেরহাটের রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ২০০ কোটি ডলারেরও বেশি অর্থায়নে কয়লাচালিত এই বিদ্যুৎকেন্দ্র করতে গত ১২ জুলাই ঢাকায় চুক্তি করেছে দুইপক্ষ।
পরিকল্পনা অনুযায়ী এই কেন্দ্র স্থাপন শেষ হবে ২০১৯ সালে। বিদ্যুৎ কেন্দ্রের ৭০ শতাংশ অর্থ নেয়া হবে ঋণ হিসেবে। এই ঋণ দেবে ভারতের এক্সিম ব্যাংক। বাকি টাকা পিডিবি ও এনটিপিসি যৌথভাবে বিনিয়োগ করবে।