এ বি এন এ : দেশে অনেকবার একসঙ্গে স্ট্রেজ পারফর্ম করলেও এবারই প্রথমবারের মতো আমেরিকায় গাইবেন জনপ্রিয় তিন সঙ্গীত তারকা পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও এলিটা করিম। আমেরিকান অনলাইন শপ উৎসব ডটকম-এর আয়োজনে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন তারা। সপ্তাহজুড়ে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে পারফর্ম করবেন তারা। আগামী ২৩ জুলাই ভোরে শাহজালাল এয়ারপোর্ট থেকে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেবেন।
জানা গেছে, আমেরিকার পাঁচটি অঙ্গরাষ্ট্রে পাঁচটি মঞ্চে সংগীত পরিবেশন করবেন। এর মধ্যে ২৪ জুলাই লস অ্যাঞ্জেলস, ৩০ জুলাই ফ্লোরিডা, ৩১ জুলাই আটলান্টা, ৫ আগস্ট হিউস্টন এবং ৭ আগস্ট গাইবেন অস্টিনে। এনটিভি আমেরিকা পুরো অনুষ্ঠানটি ধারণ করে ইউটিউবে ছাড়বে।